ট্রেনের টিকেট কাটুন এখন অনলাইনে!

ট্রেনের টিকেট কাটুন এখন অনলাইনে
বর্তমান যুগটি এখন পুরোপুরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল।প্রযুক্তি ছাড়া মানুষের জীবন অচল বলা যেতে পারে।তাই সেই চিন্তা থেকেই অনলাইনে টিকেট কাটার প্রযুক্তির আবির্ভাব হয়েছে হয় তো।তো আমি এখন আমি আপনাদের জানাবো কিভাবে ঘরে বসেই,স্টেশনের ভিড় ছাড়া কিভাবে নিশ্চিন্ত ভাবে বিডি ট্রেনের টিকেট কাটবেন।
প্রথম ধাপঃ
v    যেকোনো ওয়েব ব্রাউজারে প্রবেশ করে টাইপ করতে হবেঃ                                   https://www.esheba.cnsbd.com

v    তারপর সাইন আপ  বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে।
v    সাইন করতে হলে যা যা প্রয়োজনঃ(নাম,ইমেল,পাসওয়ার্ড,জন্ম দিন,ঠিকানা,পোস্ট কোড,বার্থ সার্টিফিকেট বা এন আই ডি নাম্বার এবং সেল ফোন নাম্বার শেষে সিকিউরিটি কোড টাইপ করেই রেজিস্টার বাটনে  ক্লিক করলেই সাইন আপ হয়ে গেলো।
v    এর পর লগিন করে- টিকেট ক্রয় করতে চাইলে পার্চ্ছেস টিকেট  ক্লিক করলে পেয়ে যাবেন আপনার টিকিট কাটার অপশন গুলো।
v    কোন স্টেশন থেকে যাবেন সেটা সিলেক্ট করুন(station from),যাওয়ার তারিখ,গন্তব্য(station to)এবং যে সিটে বসবেন সেটা সিলেক্ট করুন।তারপর সার্চ ট্রেন এ ক্লিক করুন
যেসব ট্রেন গুলো আপনার গন্তব্য পর্যন্ত যাবে সেগুলোর পছন্দ অনুযায়ী সিলেক্ট করুন।(৫-৬ দিন আগে কাটলে সিট দেখে কাটা যেতে পারে।)তারপর অটো সিলেক্সন এ ক্লিক করলে আপনি পেমেন্টের অপশন পাবেন।(যদি সিট থাকে তবেই আপনাকে তারা পেমেন্ট অপশন দেখাবে।সিট খালি না থাকলে নিচে লেখা দেখাবেঃ(seat not available)।পেমেন্ট অপশনঃ(ভিসা,মাস্টার কার্ড,ডিবিবিএল,ডিবিবিএল নেক্সাস,আমেরিকান এক্সপ্রেস।)পেমেন্ট করে তারা আপনাকে একটা গোপন কোড দেবে। সেই কোড আপনি স্টেশনে দেখালে আপনাকে তারা টিকেট দিয়ে দেবে...... 

মন্তব্যসমূহ